শারদীয়ার আকাশে তখনো পূর্ণিমার আলো ঝলমলে হয়ে ওঠেনি। তবে উৎসবের আবহে সাজগোজের ঝলকানি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই সাজের মঞ্চে এক অনন্য উপস্থিতি হয়ে ধরা দিলেন টলি সুন্দরী মিমি চক্রবর্তী। সপ্তমীর দিনে তার সাজ যেন একেবারে আলাদা আলোয় ভেসে উঠেছে, যেখানে জৌলুসের সঙ্গে মিশে আছে সরলতার রূপকথা। ছবি: মিমির ইনস্টাগ্রাম থেকে গোলাপি রঙের ডিজাইনার ব্লাউজে মিমি যেন ফুটিয়ে তুলেছেন আধুনিকতার অনন্য ছাপ। তার সঙ্গে জড়ানো সিল্কের শাড়ি পুরো লুকে এনে দিয়েছে রাজকীয় আবেদন। সিল্কের কোমল দীপ্তি ও গোলাপি আভা মিলে তৈরি করেছে এমন এক সমন্বয়, যা একদিকে ঐতিহ্যকে তুলে ধরে, অন্যদিকে আধুনিকতার স্পর্শও অটুট রাখে। চুল খোলা রেখেছেন তিনি, যেন একেবারে স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের প্রকাশ। ভারী মেকাপ নয়, বরং হালকা টাচ-আপেই তিনি তুলে ধরেছেন নিজের আত্মবিশ্বাস। ন্যুড লিপস্টিক তার ঠোঁটে এনে দিয়েছে...