শাবিপ্রবি, (সিলেট):নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শাবিপ্রবির ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। উপ-উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীদের র্যাগিং করায় প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে জড়িতদের বিভিন্ন ক্যাটাগরিতে শাস্তি দেওয়ার জন্য সুপারিশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর মধ্যে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১২ জন এবং পরিসংখ্যান বিভাগের ১৩ জন। এর মধ্যে মেসে নিয়ে শিক্ষার্থীদের মানসিক নিপীড়নের অভিযোগে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মুনস্তাসিরকে আজীবন ও জুনাইদ মোস্তকিম অয়নকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। বাকি ১০ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন,...