এশিয়া কাপের ফাইনালে হারের পর কড়া অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অল্প রান নিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়নি পাক ক্রিকেটারদের। এবার বোর্ড থেকেও বড় দুঃসংবাদ পেল বাবর-রিজওয়ানরা।পিসিবি বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের দেওয়া সব অনাপত্তি সনদ (এনওসি) স্থগিত করেছে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমায়ের আহমাদ সৈয়দ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এর ফলে, বিদেশি লিগে পাক ক্রিকেটারদের খেলাতে জারি হলো ‘নিষেধাজ্ঞা’।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, সব ক্রিকেটারকে বিদেশি লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ তবে পিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।পিসিবির এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে পাকিস্তানের একাধিক শীর্ষস্থানীয় খেলোয়াড়ের ওপর। যার মধ্যে রয়েছেন...