খবর টি পড়েছেন :১৯৮চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির পূর্বাভাস অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন থেকে ওইসব তথ্য জানা গেছে।এডিবির অর্থনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ। বছরের শেষ দিকে উৎপাদন খাতে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা থাকলেও রাজনৈতিক অস্থিরতা, শ্রমবিরোধ, বারবার বন্যা এবং উচ্চ মুদ্রাস্ফীতি সার্বিক চাহিদাকে দুর্বল করেছে। সরবরাহ ব্যাহত হওয়া ও মুদ্রার অবমূল্যায়নের কারণে মুদ্রাস্ফীতি ২ অঙ্কে পৌঁছে যায়। তবে রপ্তানি খাতে প্রবল পুনরুদ্ধার এবং আমদানি তুলনামূলক কম হওয়ায় চলতি হিসাবে একটি ছোট উদ্বৃত্ত তৈরি হয়েছে। ২০২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত হবে আশা করা...