রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি নগরীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে তিনি মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী রাণীবাজার টাইগার পূজা মণ্ডপ ও ধর্মসভা পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন,“ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতির ঐতিহ্যই আমাদের শক্তি। তাই সবার সহযোগিতায় পূজা যেন আনন্দময় ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আরএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নগরজুড়ে নিয়মিত টহল জোরদার করা...