ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি দেশে ঝুলন্ত পার্লামেন্ট ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। তিনি দাবি করেন, দেশের জনগণ এই পদ্ধতির বিপক্ষে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সালাহউদ্দিন বলেন, “আমরা যখন ‘পিআর’ বলি, তখন সেটা বোঝায় পাবলিক রিলেশন বা জনসংযোগ। এখন সবাই জনসংযোগেই ব্যস্ত। আমরা সেই পিআরেই বিশ্বাস করি।”তিনি বলেন, “যারা ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন’ মানে স্থায়ী অস্থিরতা (পার্মানেন্ট রেস্টলেসনেস) প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না।”বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়েই রাজনীতি করি। সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”এ সময় তিনি সব রাজনৈতিক দলকে...