অবশেষে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন নিউইয়র্ক নগরীর বর্তমান মেয়র এরিক অ্যাডামস। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। সোমবার সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলছে, দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানির বিরোধীরা এরিক অ্যাডামসের সরে দাঁড়ানোর দাবি করে আসছিলেন। এক্সে এক ভিডিও বার্তায় এরিক বলেন, ‘এত এত অর্জন সত্ত্বেও নির্বাচনী প্রচারণা চালিয়ে নিতে পারছি না।' কারণ হিসেবে তিনি সংবাদমাধ্যমে ক্রমাগত নেতিবাচক প্রচার ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার তহবিল সংকটের কথা উল্লেখ করেছেন। এতে আরও বলা হয়, এরিক অ্যাডামসের এই সিদ্ধান্তের ফলে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিল, যা নিউইয়র্কের সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়নি। গত ১৮ থেকে ২২ সেপ্টেম্বর ফক্স নিউজ পরিচালিত জরিপ বলছে—ভোটারদের ৪৫ শতাংশ ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে, ২৭ শতাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক...