শরতের হাওয়ায় যখন পূজার ঘণ্টাধ্বনি বেজে উঠেছে, কলকাতার রাস্তাঘাটে শুধু আলো নয়, রঙিন হয়ে উঠেছে তারকাদের সাজপোশাকও। একেকজন তারকা যেন একেকটি শিল্পকর্ম-যেখানে মিলেমিশে আছে ঐতিহ্য, আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়া। চলুন দেখে নেই কে কীভাবে রাঙালেন পূজার প্রথম প্রহর- ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ লাল শাড়ি আর ভারী সোনার গয়নায় সেজেছেন টালিউড কুইন কোয়েল মল্লিক। এই সাজে তিনি যেন বাংলার পূজার চিরন্তন রূপকথাকে জীবন্ত করে তুললেন। মিমি চক্রবর্তীর লাল আনারকলির ঝলকে যেন উৎসবের রং একেবারে প্রাণ পেয়ে উঠেছে। ভারী চোকার আর দুল তার গ্ল্যামারাস সাজকে করেছে সম্পূর্ণ। স্লিভলেস ব্লাউজের সঙ্গে বেগুনি রঙের শাড়ি আর ন্যাচারাল মেকআপে স্নিগ্ধ অভিনেত্রী ইধিকা পাল। ঊষসী রায়ের ফ্লোরাল শাড়ি, ব্যাকলেস ব্লাউজ আর মানানসই পাথরের গয়নায় ফুটে উঠেছে পূজার কোমলতা। তার সফট গ্ল্যাম মেকআপ যেন বাড়তি এক মায়া। গোলাপি...