১৯৪৭ সালের দেশভাগ আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রণ্ট নির্বাচন, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যূত্থান, ১৯৭০-এর নির্বাচন, ১৯৭১-এর মহান মক্তিযুদ্ধ, ১৯৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৭ সালের ওয়ান-ইলেভেন কিংবা ২০২৪-এর জুলাই আন্দোলন— স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পূর্বের ও পরের রাজনৈতিক ইতিহাসের মিল যেন ঈদের কোলাকুলির মতো। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশে যেসব রাজনৈতিক দল কিংবা সামরিক শাসক বা অরাজনৈতিক গোষ্ঠী ক্ষমতার মসনদে বসেছেন, তাদের মধ্যেই কেউ কেউ স্বল্প সময়ের জন্য কিংবা দীর্ঘ সময়ের জন্য স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করেছেন। বিশেষ করে বাংলাদেশ সৃষ্টির পর স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রভাব খুব বেশি দেখা গেছে, প্রায় প্রতিটি সরকারের সময়েই। স্বাধীন বাংলাদেশে ক্ষমতার মসনদে টিকে থাকবার জন্যই কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার আবার কখনো...