স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার জের ধরে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালনরত জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। সেখানে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন। সোমবার (২৯ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে এ বৈঠকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে আট দাবি তুলে ধরা হয়। পরে রাতে জুম্ম ছাত্র-জনতার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিভিল প্রশাসন মৌখিকভাবে ১৪৪ ধারা প্রত্যাহার ব্যতীত বাকি সব দাবি মানার কথাই জানিয়েছে। পাশাপাশি, সামরিক বাহিনীর পক্ষ থেকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে।” “এই আলোচনার মাধ্যমে সরকার ও প্রশাসনের সাথে আমাদের আনুষ্ঠানিক সংলাপের যে সূচনা হয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। তবে, এটি কোনোভাবে আমাদের অধিকার ও অভ্যুত্থান খালি কথায় গৃহীত...