পূজা মণ্ডপে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন পরিচালক সৃজিত মুখার্জি। সুস্মিতার পরনে নীল রঙের শাড়ি, তার সঙ্গে মিলিয়ে সৃজিতও একই রঙের পাঞ্জাবি পরেছেন। দুজনে চোখে চোখ রেখে অজানায় হারিয়ে গেছেন। সৃজিত মুখার্জি তার ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন; তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। এসব ছবির ক্যাপশনে সৃজিত মুখার্জি লেখেন—“শুভ সপ্তমী।” এরপর থেকে সৃজিত-সুস্মিতার পরকীয়া প্রেমের গুঞ্জন নতুন করে চাউর হয়েছে। নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চর্চায় মেতেছেন।আরো পড়ুন:১৪টি ভাষার পাঠ্যপুস্তকে গায়ক জুবিনের জীবনী‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’ ‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’ গত জুলাই মাসে পুরো টিম নিয়ে পুরীতে সৃজিত তার নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। নীলাচলের সৈকতে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা।...