শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে মহা আয়োজনে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় এ পূজা শেষ হয়। দেবী দর্শন ও আরাধনায় অংশ নিতে সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। পূজার শুরুতে ঢাক-ঢোল, শঙ্খ ও ঘণ্টাধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ ধ্বনিতে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয় এবং দুর্গা প্রতিমার সামনে বেদিতে বসানো হয়। পুরোহিত ও ভক্তরা মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন। এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে সাত বছর বয়সী লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্র অনুযায়ী তাঁর নাম রাখা হয়েছে ‘মালিনী’। তিনি বিজয় চট্টোপাধ্যায়ের কন্যা। মন্দির প্রাঙ্গণে ছিল কড়া শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবীদের সজাগ উপস্থিতি। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কুমারী পূজার গুরুত্ব...