ঢাকা: গাজায় চলমান যুদ্ধ অবসানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর মেহের।যেসব দেশ এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে তারা হলো: মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতার।এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, যুদ্ধবিরতি, গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ এবং পশ্চিম তীরের দখলদারি কার্যক্রম অনুমোদন না করার ট্রাম্পের অবস্থানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে পুনর্ব্যক্ত করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে গাজায় যথেষ্ট মানবিক সাহায্য নির্বিঘ্নে পৌঁছানো যায়, ফিলিস্তিনিদের স্থানচ্যুতি না ঘটে এবং বন্দিদের মুক্তি নিশ্চিত হয়। এছাড়া সব পক্ষের নিরাপত্তা রক্ষা এবং দুই রাষ্ট্রের সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত শান্তির পথ তৈরির বিষয়টি আলোকপাত করেন...