শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাউফল উপজেলার কাছিপাড়া, কালিশুরি ও ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। বিএনপি নেতা মুনির হোসেন এসময় পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এখানে উৎসব উপভোগ করার জন্য এসেছি। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের পূজা মন্ডবের নিরাপত্তার নিয়োজিত থাকার অনুরোধ করেন। এদিকে বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার একই দিন রাতে কেশবপুর, ধূলিয়া ও কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপজেলা বিএনপির যুগ্ম...