ভূল্লী থানার এসআই দিন মোহাম্মদ জানান, কয়েকদিন ধরে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে এক এনজিও কর্মী কিস্তি তুলতে গিয়ে দুর্গন্ধ পান এবং বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ঘরের দরজা ভেতর থেকে লক এবং পুরো ঘর বিদ্যুতায়িত। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় বলেন, “আমরা দরজা খুলতে গেলে শক খাই। পরে বিদ্যুৎ অফিসের লোক এসে সংযোগ বন্ধ করে।” পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকদিন আগেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০।...