গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামাসের ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। খবর বার্তা সংস্থা মেহেরের। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়েছে। যার ফলে ইসরাইলের দুই সেনা নিহত ও আরো নয় সেনা আহত হয়েছেন। হিব্রু ভাষায় ইসরাইলের সংবাদমাধ্যম হাদাশোত বাজমান স্টেশন জানায়, সোমবার সন্ধ্যায় গাজা শহরের আল-জালা স্ট্রিটে একটি গুরুতর হামলার ঘটনা ঘটে। পরে সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে গাজা উপত্যকা থেকে আহত সেনাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, সোমবার বিকেলে গাজা সিটিতে একটি সেনা শিবিরে হামাসের হামলায় পাঁচজন ইসরাইলি সেনা গুরুতর আহত এবং ছয়জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। এতে আরো বলা হয়,...