দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সে লাউ, শসা, কুমড়ো যখন যেটা পাওয়া যায় সেটা এনে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়। অন্যদিকে রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না। গ্রামীণ পটভূমির এমনই এক নিষ্পাপ প্রেমের গল্পে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘রাধিকা’। এতে রাধিকা চরিত্রে অভিনয় করেছেন মিহি হাসান আর মাধব চরিত্রে রানা চৌধুরী। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জয়রাজসহ অনেকে।নাটকটি প্রসঙ্গে অভিনেতা রানা...