ঢাকা: দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে কত পরিমাণ অর্থ ফেরত আসবে তা তিনি স্পষ্ট করেননি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।পাচারের অর্থ ফেরত আনা যে সহজ নয়—তথ্য জানেন যারা টাকা পাচার করে, তাদের কৌশলও জানা আছে—বলেছেন তিনি। ফেরত আনার জন্য কিছুটা সময় প্রয়োজন হবে বলে জানান ড. সালেহউদ্দিন; তবু তিনি জানান, ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং কয়েকটি লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। ‘‘ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু অংশ আসতে পারে, বাকির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি’’—মোটামুটি এই ধারার মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের অর্থ ফেরত আনতে যথাযথ আইনগত প্রক্রিয়া...