ঢাকা: প্রধান উপদেষ্টার সফরে তিন দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে সরকার—ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টার বিদেশ সফরে মাত্র তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে সঙ্গে নেওয়ায় সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।তিনি বলেন, “নির্বাচনের আগেই ফলাফলের ইঙ্গিত দিচ্ছে সরকার। এই ধরনের বৈষম্যমূলক ও একপক্ষীয় আচরণ সরকারের পক্ষপাতদুষ্ট অবস্থানকে স্পষ্ট করছে।”মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দলটি দেশব্যাপী কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে—১ থেকে ৯ অক্টোবর: সারা দেশে গণসংযোগ ও জনমত গঠন কার্যক্রম,১০ অক্টোবর: ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল,১২ অক্টোবর: জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান।তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে দলটি নির্বাচনপূর্ব জনমতকে সংগঠিত করতে চায়...