৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম আগামী বছর হজ পালনের জন্য সরকারের মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও তিনটি প্যাকেজ ঘোষণা করেছে এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’। কোরবানি ও খাবারসহ তাদের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ১০ হাজার টাকা। সর্বোচ্চ বিশেষ প্যাকেজ মূল্য সাড়ে ৭ লাখ টাকা। এ ছাড়া সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এসব হজ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, আগামী বছর প্যাকেজ–১ এর...