হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবারে নিরাপত্তার ক্ষেত্রে তিনস্তরে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড নজরদারিতে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনী একদিকে যেমন তাদের নিজস্ব পোশাকে দায়িত্ব পালন করছেন তার পাশাপাশি সিভিলেও তারা পূজামণ্ডপগুলোতে অবস্থান করছেন এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের বাস মালিক গ্রুপের আয়োজনে দুর্গা মন্ডপে উপস্থিত হন র্যাব ১০-এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম। আরো উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, এবারে দুর্গাপূজায় তিনস্তরে নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় পূজা উৎসব নিয়ে কোন গুজব রটালে...