‘এখন ডাক্তার কিছুই বলেনি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারপর বোঝা যাবে আসলে কি হয়েছে। অবস্থা খুব একটা ভালো না। রাতে অনেকে বলছিল, আর ফিরবে না আলম’- এভাবেই হিরো আলমের শারীরিক অবস্থার বর্ণনা দিলেন তার স্ত্রী রিয়া মনি। তিনি জাগো নিউজকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত নয় বলে জানিয়ে বলেন, ‘কারা হামলা করেছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি, পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।’ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রিয়া মনি বলেন, ‘আলমের মন খারাপ ছিল। তাই একা একটু ঘুরতে বের হয়েছিল। হঠাৎ এই ঘটনা ঘটলো। মানুষ হয়ে মানুষ...