দেশের বাইরে কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটাররা। ক্রিকেটারদের দেওয়া সব অনাপত্তিপত্র স্থগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্ত জানিয়ে সোমবার বার্তা পাঠিয়েছেন পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে এমনই খবর। পিসিবির ওই বার্তা হাতে পেয়েছে ক্রিকইনফো। সেখানে লেখা আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বাইরের লিগ খেলতে পারবেন না ক্রিকেটাররা। এমন সিদ্ধান্তের পেছনে কোনো কারণ জানানো...