৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম বিদেশে পড়াশোনা, চিকিৎসা, কাজ কিংবা ভালো জীবনের আশায় প্রতিবছর হাজারো বাংলাদেশি ভিসার জন্য আবেদন করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া অস্বাভাবিকভাবে জটিল হয়ে উঠেছে। একের পর এক দেশ বাংলাদেশিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করছে, কোথাও আবার পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর ফলে শুধু সাধারণ মানুষের ভোগান্তিই বাড়ছে না, বরং বাংলাদেশি পাসপোর্টও আন্তর্জাতিক অঙ্গনে চরমভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। গত ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে এক ঐতিহাসিক গণআন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার গঠনের সময় সংস্কার, মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার নেতৃত্বে গণতন্ত্রের পথে ফেরার অঙ্গীকার বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।...