৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম শেরেপুরের নকলা উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাঙনের কারণে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষণি, রায় অষ্টধর ও ভবেুয়ারচর গ্রামে গত ৫–৭ বছরে বহু ঘরবাড়ি এবং ফসলি জমি নদীর তীরে বিলীন হয়েছে। অনেক পরিবার নদীর ওপারে নতুন চরে বসতি গড়লেও কেউ নিশ্চিত নয় কখন তাদের নতুন বসতিও ভাঙনগ্রস্ত হবে। হাছনা ভানু জানান, আমাদের তিনবার ভাঙনের কবলে পড়তে হয়েছে। ৮০ শতাংশ জমি ও ঘরবাড়ি হারিয়েছি। স্বামী মারা যাওয়ায় সন্তানদের নিয়ে জীবনযুদ্ধে জর্জরিত। যদি ভাঙন ঠেকানোর ব্যবস্থা থাকতো, আমাদের এত ক্ষতি হতো না। হাছনার মতো শতাধিক পরিবার এখন রাস্তাঘাট ও উঁচু স্থানে অস্থায়ী আশ্রয় নিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে তীব্র স্রোতে ভাঙন আরও বাড়ে।...