গাজা সংকটে ইসরায়েল ফুটবলে আপাতত নিরাপদ, কোনো বহিষ্কার নেই গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেও ইসরায়েলকে ফুটবল থেকে বহিষ্কার করার তত্ক্ষণাত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, ফিফা বা উয়েফা আপাতত দেশের জাতীয় দল বা ক্লাবগুলোকে প্রতিযোগিতা থেকে সরানোর কোনো পরিকল্পনা হাতে নিচ্ছে না। আগামী দুই সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ে ও ইতালির বিপক্ষে খেলবে ইসরায়েল। ইউরোপীয় ফুটবলে দেশটির অংশগ্রহণ ঠেকানোর বিষয়ে কিছু ফেডারেশন উদ্যোগ নিয়েছে, তবে তা এখনও আনুষ্ঠানিক আলোচনায় পরিণত হয়নি। উয়েফার নির্বাহী কমিটি বিষয়টি জরুরি বৈঠকে তোলেনি; বরং ডিসেম্বরের কর্মসূচিতে এ নিয়ে আলোচনা হতে পারে। ফিফাও নিশ্চিত করেছে, ইসরায়েলকে বিশ্বকাপ বাছাই থেকে সরানোর কোনো প্রস্তাব আপাতত তাদের কাউন্সিলের এজেন্ডায় নেই। রাজনীতিও ফুটবলের বিষয়টিকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রের সমর্থন ও প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান তৈরি...