৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঘোষণা করেছে। এরপর সোমবার (২৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ‘গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে এবং শান্তির পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তার সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করছে।’ ট্রাম্প ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটি শান্তি প্রস্তাবে নেতানিয়াহু তার সমর্থন দেন। হোয়াইট হাউস আলোচনার পর ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছে। তবে হামাস এই চুক্তি গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলের গাজা...