বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কয়েকজন বাসিন্দা মাছ ধরতে গিয়ে নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা নৌ–পুলিশ ও তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির...