নারায়ণগঞ্জের রূপগঞ্জের অর্থনৈতিক সংকটে ধুঁকছে প্রায় ২০০ বছরের তাবিজ শিল্প হারিয়ে যাচ্ছে বংশপরম্পরার পেশা বর্তমানে বিলুপ্তির পথে। প্রায় ২০০ বছরের পুরনো এই হস্তশিল্প একসময় এখানকার ৫০০ থেকে ৭০০ পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল। তবে আধুনিকতা, প্রযুক্তির ব্যবহার এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির ফলে এর চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পাশাপাশি, পুঁজি সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সরকারি সহায়তার অভাব এই শিল্পের বিলুপ্তিকে ত্বরান্বিত করছে। রূপগঞ্জের চোরাব, টান মুশরি, ভিংরাব, দক্ষিণবাগ এবং সদর ইউনিয়নের কিছু এলাকায় এখনও প্রায় ২০০ পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত। তারা পূর্বপুরুষদের ঐতিহ্য হিসেবে এই পেশাটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। পরিবারগুলোর পুরুষদের পাশাপাশি নারীরাও তাবিজ তৈরির কাজে ব্যস্ত থাকেন, এমনকি শিশু-কিশোররাও এতে সহায়তা করে। এটি একটি অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ। ধাতব তাবিজ তৈরির জন্য তামা, ব্রোঞ্জ, দস্তা, লোহা, পিতল ইত্যাদি...