যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় তার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা যদি সেখানে ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস গ্রহণ না করে তবে তার ফলাফল ভয়াবহ হতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় টানা একদিনে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি জানান, ইসরায়েল, ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে বিস্তৃত আলোচনা শেষে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং সংবাদ সম্মেলন শেষে সেটির লিখিত কপি প্রকাশ করা হবে। ওই সময় নেতানিয়াহু তার পাশে ছিলেন। ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনা আলোচনা শেষে আজ মঙ্গলবার আমি আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করছি; এবং আমি অবশ্যই বলব যে...