চীন সরকারের অনুদানের এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীর সৈয়দপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচী পালন করে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ নামের একটি সংগঠন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সংগঠনের আহবায়ক আসলাম আলী পারভেজ ভৌগলিক কারণে সৈয়দপুরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রভাষক শিউলী বেগম, চিকিৎসক দেলোয়ার হোসেন, প্রভাষক আলমগীর সরকার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা, নারী উদ্যোক্তা নাজনীন বেগম, সমাজসেবী মনোয়ার হোসেন, বিএনপি নেতা দুলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সৈয়দপুর হচ্ছে রংপুর-দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থান। জনপদটি অতীত থেকে শিল্প সমৃদ্ধ। আকাশ, সড়ক ও রেলপথে সারাদেশে যোগাযোগ রয়েছে সৈয়দপুর থেকে।...