সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলাতেও চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক-ঢোলের শব্দ, পূজামণ্ডপের ঝলমলে আলো আর মানুষের ভিড়ে চারপাশ যখন উৎসবমুখর, তখন রূপলাল দাসের বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা ও শোকের ছায়া। গত ৯ আগস্ট (শনিবার) উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় ভ্যানচোর সন্দেহে স্থানীয় কিছু উশৃঙ্খল জনতা রূপলাল দাস ও তার ভাতিজি জামাইকে পিটিয়ে হত্যা করে। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে পরিবারটি। এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি রূপলালের মা, স্ত্রী ও ছেলেমেয়েরা। দুর্গাপূজার দিনে অন্য সনাতন ধর্মাবলম্বীরা যখন আনন্দে মেতে আছেন, তখন তাদের ঘরে নেই কোনো সাজসজ্জা, নেই অতিথি আপ্যায়ন, নেই উৎসবের হাসি-খুশি। আছে শুধু অশ্রুভেজা স্মৃতি আর শূন্যতার বেদনা। কান্নাজড়িত...