তিন বছর স্বীকৃত ক্রিকেট খেলে ফেলার পর অবশেষে টি-টোয়েন্টির স্বাদ পেলেন আইচ মোল্লা। প্রথম ম্যাচেই ব্যাট-বল হাতে বাজিমাত করলেন তরুণ মিডল-অর্ডার ব্যাটার। হয়েছেন ম্যাচসেরাও। তার দারুণ পারফরম্যান্সে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুই ম্যাচ পর জয়ে ফিরলো ঢাকা মেট্রো। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা মেট্রো ২৩ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। আগে ব্যাট করে আইচ মোল্লা-সাদমান হোসেনের ৯৬ রানের জুটিতে ভর করে ৩ উইকেটে ১৬১ তোলে ঢাকা মেট্রো। জবাবে সিলেটের ইনিংস থামে ৯ উইকেটে ১৩৮ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা মেট্রো। উদ্বোধনী জুটিতে ওঠে ৪৫ রান। মাহফিজুল ইসলাম (১৮) ফিরছে জুটি ভাঙে। ঢাকা মেট্রোর শুরুটা ছিল ধিরে। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান করে ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখ ৩২ বলে ৩৬ রান করেন। তৃতীয়...