চট্টগ্রাম:স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর এর পিআরএল এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন। এসময় বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সহকারী উধ্যাপক পরিচয় বড়ুয়ার...