প্রতিদিন প্রচুর সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে, সামনে ভিসা কার্যক্রম বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দুর্গাপূজার উৎসব ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি সাধারণ বন্ধন। দুই দেশ একইভাবে এ উৎসব উদযাপন করে থাকে। দুর্গাপূজা দুই দেশের মানুষদের জন্য আলোকিত ও উজ্জল ভবিষ্যৎ বয়ে আনবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি কুমুদিনীতে সপ্তমী পূজা উদযাপনে অংশগ্রহণ করতে এসেছেন যা একটি দুর্দান্ত উপলক্ষ। এ সময় তাকে সংবাদিকরা আরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন করতে চাইলে তিনি...