যশোরের রাজারহাটে স্বর্ণ ডাকাতি মামলায় এক পুলিশ সদস্যসহ আরো চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।আরো পড়ুন:পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে: আইজিপিনন্দীগ্রামে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে: আইজিপি আরো পড়ুন:যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪ গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার দক্ষিণকাঠিয়া আনন্দপাড়া গ্রামের জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, জেলার ইটাগাছা ঘোষপাড়া গ্রামের গণেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার ওরফে বাবু, জেলার উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন ও কুষ্টিয়া জেলার মিরপুর থানার আবুরী মল্লিকপাড়া আ. আলীর ছেলে রায়হানুল হক। তাদের মধ্যে রায়হানুল...