মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, ফেডারেল ব্যয় নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউজের বৈঠক ব্যর্থ হওয়ায় শাটডাউনের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্যান্স দুই দলের কংগ্রেসনাল নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তাতে অগ্রগতি হয়নি। বৈঠকের পর স্পিকার মাইক জনসন ও সিনেটের রিপাবলিকান নেতা জন থুনকে পাশে নিয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমরা শাটডাউনের দিকে যাচ্ছি কারণ ডেমোক্র্যাটরা সঠিক কাজটি করতে চাইছে না। খবর আল জাজিরার। চূড়ান্ত সময়সীমা হলো বুধবার ভোর ১২টা ০১ মিনিট, এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যাবে এবং বহু ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে চলে যাবেন। রিপাবলিকানরা চাইছেন বর্তমান বাজেট বরাদ্দ নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত বহাল রাখতে। অন্যদিকে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর জন্য ছাড় দাবি করেছেন এবং রিপাবলিকানদের...