ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “সরকার এসব ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং তা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”তিনি আরও বলেন, “যারা অতীতে কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছেন এবং এখন দেশের বাইরে অবস্থান করছেন, তারাই বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।”প্রেস সচিবের মতে, নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে করা যেকোনো অপচেষ্টা রুখতে সরকার কঠোর নজরদারিতে রয়েছে।প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।শফিকুল আলম বলেন, আমরা এমন একটি উদ্যোগ...