১ অক্টোবর সাতাশ বছরে পা রাখতে যাচ্ছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’। সাতাশ বছরে এসে চ্যানেল আইয়ের স্লোগান ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’। বরাবরই দিনব্যাপী চ্যানেল আইয়ের প্রাঙ্গণে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের রেওয়াজ থাকলেও এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। তবে চ্যানেল আইয়ের পর্দায় থাকবে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এরমধ্যে বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এই আলোচিত ছবি। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। বড়পর্দায় মুক্তির প্রায় সাড়ে চার মাস পর চলতি বছর ঈদুল ফিতরে চ্যানেল আইয়েও প্রিমিয়ার হয় সিনেমাঠি। এবার চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও ‘দরদ’ দেখতে পারবেন দর্শক।...