৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম সাপ্তাহিক ছুটি, ফাতিহায়ে এয়াজ দাহুম, দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা—এই চার উৎসব একসাথে পড়ায় টানা লম্বা ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক ভিড় জমাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কক্সবাজারে।এতে করে জমজমাট হয়ে উঠেছে হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা-বাণিজ্য। মৌসুমের শুরুতেই ব্যাপক পর্যটক আগমের বিষয়টি পর্যটন শিল্পের জন্য ইতিবাচক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার থেকেই কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে শুরু করে কলাতলী, সুগন্ধা, লাবণী ও দরিয়ানগর সৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। শুধু শহর নয়, পাশের রামুর হিমছড়ি, উখিয়ার ইনানী এবং টেকনাফ পর্যন্ত পর্যটকের উপস্থিতি লক্ষণীয়। সমুদ্রের ঢেউ, পাহাড়ি সবুজ আর সামুদ্রিক খাবারের টানে এবার দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরাও কক্সবাজারে ভিড় করেছেন। পর্যটকের ভিড়ে হোটেল-মোটেলগুলোর বুকিং...