নোয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামী দল থেকে অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনোনয়ন পেয়েছেন। দল থেকে মনোনয়ন পেতে গোলাম মর্তুজা আশাবাদী রয়েছেন বলে শোনা যাচ্ছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নোয়াখালী জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য,সাবেক আমির জামাতে ইসলামী চাটখিল উপজেলা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে নোয়াখালী ১ আসনে। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন পেয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে নোয়াখালী ১ আসনের চাটখিল সোনাইমুড়িতে প্রতিদিনই সভা সমাবেশ করছেন। তবে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী গোলাম মর্তুজা দল থেকে মনোনয়ন পেতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লবিং শুরু করেছেন। এলাকার দলীয় নেতাকর্মীদের একাংশের সাথে যোগাযোগ...