রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার এক যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত যাত্রী হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালে আহত অবস্থায় আউয়ালকে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারটি...