চমক রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন একাধিক মুখ জায়গা পেয়েছে ঘোষিত দলে।পিসিবি প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার। তারা হলেন—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। নতুনদের পাশাপাশি অভিজ্ঞ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরাও রয়েছেন দলে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন আফ্রিদি নামের দুই ক্রিকেটার।৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৯৮ উইকেট। একটি সেঞ্চুরি ও আট ফিফটিতে রান করেছেন ১ হাজার ৬৩০। ফয়সাল ও রোহাইল পাকিস্তানের ইমার্জিং ও ‘এ’ খেলছেন নিয়মিতই। ২২ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৪৪ উইকেট। রোহাইলকে পাকিস্তানের উঠতি...