অফিসের ব্যস্ততা, রাত জাগা কিংবা সারাদিনের ক্লান্তি চেহারায় ছাপ ফেলে। আয়নায় তাকালেই চোখে-মুখে ক্লান্তভাব স্পষ্ট হয়ে ওঠে। তবে মজার বিষয় হল- শুধু পোশাকের রং বেছে নিলেই অনেক সময় সেই ক্লান্তি ঢেকে দেওয়া যায়। এ সময়ে আলোচিত ‘ডোপামিন ড্রেসিং’- এরকমই একটি ধারণা। অর্থাৎ, এমন রংয়ের পোশাক বেছে নেওয়া যা পরলেই মন ভালো হয়ে যায়, চেহারা উজ্জ্বল দেখায়, আর ক্লান্তি কম মনে হয়। দেশি ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান ও ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার বলেন, “হলুদ মানুষের মনে সৃজনশীলতা, উচ্ছ্বাস আর আশাবাদ তৈরি করে।” অনেক গবেষণায়ও দেখা গেছে, এই রং স্নায়ুকে উদ্দীপিত করতে পারে এবং শরীরে সেরোটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যা শক্তি বাড়ায়। উজ্জ্বল ত্বকে হালকা হলুদ মানায়, আর শ্যামলা বা গাঢ় ত্বকে সরিষা হলুদের টোন খুব মানানসই। বাদামিকে অনেকে ম্লান রং...