গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটিরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল কাউয়ুম মোল্লা। আজ মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আবুল কাউয়ুম মোল্লা বলেন, ‘গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গোষ্ঠীটি খুব বেশি সুবিধা করতে পারছে না।’ এনটিএমসি মহাপরিচালক বলেন, ‘এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয় গুজব ঠেকাতেও কার্যকর ভূমিকা রাখতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন।...