এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগের অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৪ শতাংশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর সংস্করণে এ তথ্য জানানো হয়। এডিবি বলছে, তৈরি পোশাক রফতানি স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পরিবর্তন, ঘন ঘন বন্যা, শিল্পখাতে শ্রমিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়েছে। এই চারটি কারণ প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে ভোগব্যয় প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ব্যয়ের কারণে ভোগব্যয় বাড়বে। তবে সংকোচনমূলক মুদ্রানীতি ও রাজস্বনীতি এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের ফলে বিনিয়োগ মন্থর হতে পারে। এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন,...