ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান-উর-রহমান বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ প্রবাহ নিয়ে সরকারের দাবি বিভ্রান্তিকর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) আয়োজিত ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)’ সেমিনারে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ান-উর-রহমান বলেন, ‘সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি মূলত অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আস্থার প্রতিফলন। রাজনৈতিকভাবে নিরপেক্ষ সরকার হিসেবে তারা এই প্রশাসনকে দেখছেন। তবে এটিকে কাঠামোগত নীতি-সাফল্য হিসেবে তুলে ধরা বিভ্রান্তিকর। প্রবাসীরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তাই রেমিট্যান্স পাঠাচ্ছেন বেশি। কিন্তু সরকার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।’ তিনি বলেন, ‘দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনও দুর্বল। সহিংসতা, লাগামহীন অর্থপাচার ও রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আতঙ্কিত...