ঢাকা: শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে শুল্ক স্টেশন ও হাউজগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে উল্লেখ করা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য অবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে, ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালের দুর্গাপূজার জন্য ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, আর ২ অক্টোবর দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা মোট চারদিনের ছুটি পাবেন।নিউজজি/এস আর ঢাকা: শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে শুল্ক স্টেশন ও হাউজগুলোতে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)...