শিক্ষার্থীসহ অন্য যাঁরা যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের যে নতুন ফি দিতে হবে, সেটি আগামীকাল বুধবার থেকে। এই ফির নাম ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’অনুযায়ী নতুন এই ফি চালু হয়েছে। সব নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী ব্যক্তিদের অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে যেমন ঘোরাঘুরি, পড়াশোনা করতে বা কাজ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এই নতুন ফি তাঁদের দিতে হবে। ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই ফি ২৫০ ডলার (৩০৪১৮ টাকা, ১ ডলার সমান ১২১ টাকা ধরে)। ভিসা ইন্টেগ্রিটি ফি চালুর সিদ্ধান্তে ভ্রমণ ও শিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ইতিমধ্যে কঠোর ইমিগ্রেশন নীতির কারণে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। দেশটির গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, নতুন এই ভিসা ইন্টেগ্রিটি ফি মওকুফের কোনো সুযোগ...