সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এই হেল্পবুথ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এ দিন তিনি শহরের রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, সাহাপাড়া, বলদেব জিউর আখড়াসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সাক্ষাত করে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা নারায়ণগঞ্জে শহীদ রিয়া গোপ নামে একটি হেল্পডেস্ক স্থাপন করেছি। পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এই ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৭টি থানায় আমাদের মনিটরিং টিম...